ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন জোনাল সেটেলমেন্ট অফিসার শামছুল আজম

বিশেষ প্রতিবেদন: নিজ কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে জাতীয় শ্রদ্ধাচার পুরষ্কার পেয়েছেন দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের জোনাল সেটেলমেন্ট অফিসার শামছুল আজম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসের ২০টি জোনের প্রধানদের মধ্যে তিনি জাতীয় শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন। অধিদপ্তরের অফিস আদেশে পুরষ্কার প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শামছুল আজম দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে অফিসার হিসেবে যোগদানের পর থেকেই অনিয়ম দূরীকরণ সহ সততার সহিত কাজ করে আসছেন। সারাদেশের মধ্যে অনলাইনে ১৫.৩২ লক্ষ খতিয়ান এন্ট্রি হয়েছে, এর মধ্যে দিনাজপুর জোনেই এন্ট্রি হয়েছে ১২.৩২ লক্ষ খতিয়ান। এছাড়াও তার কর্মদক্ষতার কারণে অসমাপ্ত জরিপ কাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষে তার অধিনে অফিস বন্ধের দিনেও জরিপ কাজ এগিয়ে নেয়া হচ্ছে।
এর পূর্বে ২০১৭ সালে শামছুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে বিভাগীয় শ্রেষ্ঠ ইনোভেষন পুরষ্কার প্রাপ্ত হন এবং ২০১৬ সালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |