ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জানাজায় যাওয়ার সময় বাসচাপায়  জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু।

এএসটি সাকিলঃ-  ভোলায় আত্মীয়ের জানাজায় যাওয়ার সময় বাসচাপায় মোটরসাইকেল আরোহী জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোঃ মনির শরীফ (৪৫) ও তাঁর মেয়ের জামাই মোঃ আজগর আলী (২৫)। তারা দুইজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী জানান তারা দুইজন সকালের দিকে মোটরসাইকেল যোগে আত্মীয়ের জনাজায় অংশগ্রহণ করতে  বের হন। বৈদ্যের পোল এলকায় ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক পাড় হওয়ার সময় মা-জাহান সাজমী সুপার নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে থাানায় নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রেজাউল করিম রাজিব এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |