ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছার কপোতাক্ষ ব্রিজে ক্রমাগতই চলছে তদন্ত : আশার আলো দেখতে পাবে কি যশোরবাসী !  

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিত ভাবে নির্মিত নদ মারা ব্রিজের বিষয়ে স্থানীয় জনতার দাবীতে ক্রমাগতই চলছে তদন্ত। আর এই তদন্তে আশার আলো দেখতে পাবে কি যশোরবাসী এটা নিয়ে জনমতে বিভিন্ন ধরণের প্রশ্ন উকি দিতে দেখা যাচ্ছে। গত ০৯ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (বাংলাদেশ) সওজ ও সড়ক বিভাগ যশোরের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এপরই সোমবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় আবারও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ৫ সদস্যের একটি টিম সরজমিনে তদন্ত করেও প্রকৃতপক্ষে ব্রিজ তৈরিতে তাদের অনুমতি ও ব্রিজের শ্রেণি বিন্যাসে সঠিক নিয়ম কানুন মানা হয়নি এবং ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর গেজেটের তৃতীয় শ্রেণির সেতু নির্মানে ১৬ ফুট নিচু হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র তদন্ত টিম সরেজমিনে তদন্তপূর্বক স্থানীয় ব্যক্তিবর্গের নিকট এটা প্রকাশ করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ৫ সদস্যের টিমের আহবায়ক ছিলেন, খুলনা দক্ষিণ ব-দ্বীপ শাখা, বাঅনৌপক এর যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোঃ আশরাফ হোসেন, সদস্য খুলনা নদী বন্দর বাঅনৌপক উপ পরিচালক (বওপ) দিপক কুমার ঘোষ, খুলনা প্রকৌশলী বিভাগ খুলনা ডিভিশন বাঅনৌপক এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব ঢাকার নৌ-সওপ বিভাগ বাঅনৌপক এর উপ পরিচালাক (সদর দপ্তর, চ.দা) শাহ আলম, সদস্য ঢাকার হাইড্রোগ্রাফি বিভাগ বাঅনৌপক এর উপ সহকারী পরিচালক (জরিপ) তপন সিকদার। এসময় তাদেও সাথে ছিলেন, ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আমানুল কাদির টুল্লু, আহবায়ক মাস্টার আশরাফুজ জামান বাবু, সদস্য- তফিকুল ইসলাম স্বপন, আতাউর রহমান জসি, নুরুল্লাহ খান রুমি, তরিকুল ইসলাম, আফজাল হোসেন চাঁদ, উজ্জল হোসেন, সুমন, আবু বক্কার, নরায়ণ চন্দ্র সহ আরো অনেকে।

You must be Logged in to post comment.

ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |