ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছার পল্লীতে রাস্তার জন্য জমি কিনতে বিপাকে একটি আসহায় পরিবার

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বাড়ি যাওয়ার জন্য রাস্তা কিনতে গিয়ে বিপাকে পড়েছে একটি অসহায় পরিবার। পরিবারটি বাঁচার স্বার্থে ০৬জনকে বিবাদী করে মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত হাজের আলী মোড়লের ছেলে শামছুদ্দিন মোড়ল (৬৫)। অভিযোগে বিবাদীরা হলেন, বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাঝির ছেলে শহিদুল ইসলাম (৪৫), আরিজুল ইসলাম (৪০), রবিউল ইসলাম রবি(৪২), মৃত আব্দুল হক মুন্সির ছেলে ইসমাইল হোসেন (৪৫), সিরাজুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২৫) ও ইসমাইল হোসেনের ছেলে আমরান হোসেন (২৫)।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, অনুমানিক ০৩মাস পূর্বে বাদি শামছুদ্দিন মোড়ল তার বাড়ি যাওয়া আশার জন্য উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বাড়ি যাওয়ার জন্য ১৬২ নং শিমুলিয়া মৌজার ২৩৮নং খতিয়ানে ৩১৮নং দাগে ৫১শতক জমির মধ্যে ৩.২৫শতক জমি কিনার জন্য ১নং বিবাদী (শহিদুল ইসলাম) এর সাথে ৭লক্ষ টাকা চুক্তি করে। চুক্তিমোতাবেক ৩কিস্তিতে সর্বমোট ৫লক্ষ টাকা দেন। ২৫দিন পূর্বে জমি রেজিষ্ট্রি করে দেওয়ার কথা থাকলেও ১নং বিবাদী রেজিষ্ট্রি করে দেয় না। পরবর্তীতে বাদি জানতে পারে ১নং বিবাদী জমি রেজিষ্ট্রি করে দিতে চাইলেও অন্যান্য বিবাদীরা জমি বিক্রয়ে বাধা দেওয়ায় ১নং বিবাদী জমি রেজিষ্ট্রি করে দিতে পারছে না। বর্তমানে ১নং বিবাদী অন্যান্য বিবাদীদের করণে এলাকা ছাড়া রয়েছে। বিবাদীগণের এমন কর্মকান্ডে বাদি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় পর্যায়ে দেখা গেছে, শামছুদ্দিন মোড়লের নিকট রাস্তা দেওয়ার জন্য শিমুলিয়া মাজেরপাড়া জামে মসজিদের মুয়াজ্জেন শহিদুল ইসলাম ৩.২৫শতক জমি বিক্রয়ের জন্য টাকা নেন। এবং শামছুদ্দিন মোড়লের বাড়ি যাওয়ার জন্য শহিদুল ইসলাম তার নিজের বাড়ি ভেঙ্গে সরিয়ে নিয়ে রাস্তা বের করে দিয়েছে। তবে তার আত্মীয় স্বজনরা তার (শহিদুল ইসলাম) উপর নির্যাতন করায় তিনি বর্তমানে এলাকা ছাড়া হয়ে গেছেন।
ঘটনার বিষয়ে মুয়াজ্জেন শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করতে গেলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি একজন অফিসারের মাধ্যমে ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |