ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ফ্রি ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রদান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : “বয়স-নির্বিশেষে সাম্য : সব বয়সীদের জন্য এক বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলার যুব সংগঠন পেন ফাউন্ডেশনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও গাছের চারা বিতরণ এবং ফ্রি ফ্রিল্যন্সিং ট্রেনিং প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী। তিনি তার বক্তব্যে বলেন, ২০৩০ সালকে সার্থক করে তোলা এবং উন্নয়নের ১৭টি লক্ষ্যকে সুচারুভাবে প্রণয়ন করাই আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য। উপজেলার যুব সংগঠন পেন ফাউন্ডেশন যুবদের সামগ্রীক উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ সত্যিই প্রশংসার দাবীদার। সবাইকে পড়াশুনা শেষ করে চাকুরীর পিছনে না ছুটে আত্মকর্মী হওয়ার আহবান জানিয়েছেন। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান, সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের প্রভাষক মোঃ হারুন অর রশীদ, আইটি এক্সপার্ট কবিও ছড়াকার টিপু সুলতান, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আয়ুব হোসেন, হিসাবরক্ষক রত্না ইসলাম প্রমুখ।
উল্লেখ্য এসময় ফ্রি ফ্রিল্যন্সিং ট্রেনিং পরিচালনা করেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ এবং আলোচনায় সভা শেষে শতাধিক যুব ও যুব মহিলাদের মাঝে যুব উন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র ও ঔষুধি, বনজ ও ফলের গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |