ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় দু’টাকায় ঈদের পোষাকে শিশুর মুখে মিষ্টি হাসি

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছার চার শতাধিক হতদরিদ্র, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে দু’টাকায় ঈদের পোষাক তুলে দিলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা। দু’টাকায় ঈদের পোষাক পেয়ে শিশুদের মুখে মিষ্টি হাসিতে উজ্জলিত হয়েছে স্থানীয় ডাকবাংলো। শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ব বিখ্যাত উপন্যাসিক এবং সেবা সংগঠনের উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, কথায় বলে মানুষ মানুষের জন্য। আর সেবা সংগঠন বলে আমরা সবার জন্য। তারই ধারাবাহিকতায় সেবা সংগঠন প্রতিনিয়ত কাজ করে চলেছে। আগমী দিনেও সেবা সংগঠন তাদের এ অফিসার ইনচার্জ প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই (নিঃ) তারেক নাহিয়ান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সদস্য এমআর মাসুদ, সেবা সংগঠনের উপদেষ্টা সাহানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আনম নুরুল্লাহ খান রুমি, তফিকুল ইসলাম স্বপন, সোলাইমান হাজী, সদস্য আসাদুল জামান, মাসুম, কবির, মোর্শেদ, শাহেদ, জাহাঙ্গীর, শাহাবুদ্দিন মোড়ল, ইমরান, প্রবির, বিথী, ধারাভাষ্যকার আবু রায়হান রাজ, পানিসারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসনা হেনা, সাদা মনের মানুষ সায়েদ আলী প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকবে অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম ও মিতালী অফসেট প্রিন্টার্স।ই ধারা অব্যহত রাখবে বলে আমি আশাবাদি।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল হক খান, নাগরিক অধিকার আন্দোলন যশোর জেলা কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, সুপ্রিম কোর্টের এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, থানার

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |