ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় যুব নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক নকশীকাঁথা প্রশিক্ষণের উদ্বোধন

আফজাল হোসেন চাঁদ : মুজিববর্ষের আহ্বান-যুব কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে, যশোরের ঝিকরগাছায় যুব নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স নকশীকাঁথা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও পেন ফাউন্ডেশনের সহযোগিতায়, ২০২০-২১ অর্থ বছরের আওতায় উপজেলার মধ্যে ২৫জন হতদরিদ্র, বিধবা, বেকার যুব নারীদেরকে সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করে, রবিবার সকাল ১১টায় বিএম হাইস্কুলের খেলার মাঠের বিপরীতে রূপান্তর হস্তশিল্পের কার্যালয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় এনে যে ভাবে দেশের দেশের হতদরিদ্র, বিধবা, বেকারদের প্রশিক্ষণ গ্রহণ করিয়ে সবলম্বী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের প্রশিক্ষণ নিয়ে বাড়ি বসে থাকলে হবে না ! প্রশিক্ষণটাকে নিজের জীবনে বাস্তবের রূপ দেন। তাহলে দেখবেন আপনার একদিন সাবলম্বী হতে পারবেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর সভাপতিত্বে এবং পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সঞ্চালনার মধ্যদিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান। উল্লেখ্য উদ্বোধন অনুষ্ঠানের পরিশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে রাইটস যশোরের সহযোগিতায় হাইজিন কিটস বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |