ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় সাহিত্য আসরে ৩টি গ্রন্থের মোড়ক উন্মোচন

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় বাঁকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদ’র ৩৪তম মাসিক সাহিত্য আসরে মুহাঃ আবুল কালাম আজাদ’র ৩টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাঁকড়া বাজাস্থ শওকত মার্কেটে কপোতাক্ষ সাহিত্য পরিষদ’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরেণ্য কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দিন হোসেন। প্রধান আলোচক ছিলেন কবি গবেষক ও বাচিক শিল্পী ডঃ সবুজ শামীম আহসান।
কপোতাক্ষ সাহিত্য পরিষদ’র উপদেষ্টা গাজী আব্দুস সাত্তার’র সভাপতিত্বে ও বিশেষ অতিথি ছিলেন, কবি ও গবেষক সৌহার্দ্য সিরাজ, কথা সাহিত্যিক সফিয়ার রহমান, কবি ও গবেষক হোসাইন নজরুল হক, কবি ও প্রবান্ধিক মোঃ রেজাউল করিম, কবি ও সংগঠক ডা. মোকাররম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কাশেম, এম আলমগীর, আফজাল হোসেন চাঁদ, কবি ও সাহিত্যিদের মধ্যে ছিলেন বিএসএম আলী আকবর, মনিরুজ্জামান মুন্না, ইবাদুল ইসলাম, বেদুঈন মোস্তফা, রফিকুন বারী, লিখন আলম, আব্দুর কাদেও, একেএম শহিদুল্লাহ, মেহেদী হাসান মুরাদ, শামীম রেজা, রকি মাহমুদ, আসমত হোসেন, আশরাফুল হাসান বিপ্লব, এমএ কাসেম, গাজী শহিদুল ইসলাম, শফিক শিমু, এমএম নজরুল ইসলাম প্রমুখ।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |