ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালা’র অভিভাবকদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা

আফজাল হোসেন চাঁদ : কোভিড-১৯ মহামারি সময়ে যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাড়ি বাড়ি যেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ১ম ও ২য় ক্যাম্পাসের অভিভাবকদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিকরগাছা পৌর সদরে মোবারকপুরস্থ কলেজপাড়া এবং কৃষ্ণনগরস্থ মাঠপাড়ায় অবস্থিত স্বপ্নলোকের পাঠশালা’র হতদরিদ্র, কর্মহীন ও অসহায় ৩৫টি শিক্ষার্থীর পরিবারের অভিভাবকদের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী- চাউল, ডাউল, আলু, পিয়াজ, সয়াবিন তেল ও লবন বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও রহমত উল্লাহ, স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষক বিথী ইসলাম সহ আরো অনেকে।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বলেন, মহামারী করোকালীন সময়ে কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব ও কর্ত্বব্য। আমরা পেন ফাউন্ডেশন মহামারী করোনাকালীন সময়ের শুরু থেকে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, তরকারী, ঈদ সামগ্রী, নগদ অর্থ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ব্লিচিং পাউডার এবং সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক ও শিশু খাদ্য নিয়মিতভাবে বিতরণ করছি। তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |