ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহের কোটচাদপুরে পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের কোটচাদপুরে পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত চারজন । বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের চৌগাছা বাস স্টান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, শহরের আখ সেন্টার পাড়ার জীবন হোসেন (১৮) এবং এলাঙ্গী গ্রামের আক্তার হোসেন (১৯)।
জানা যায়, দীর্ঘ দিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশকারী যানবাহন থেকে টোল আদায় করতো বর্তমান পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম এর সমর্থকরা। প্রায় এক মাস আগে একটি গ্রুপ সেখান থেকে বেরিয়ে যোগ দেয় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান আলীর সাথে। এতে পরবর্তিতে টোল আদায় নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে কোটচাদপুর শহরের চৌগাছা বাস স্টান্ডে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়েং পড়ে । এতে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৬ জন আহত হয়। তাদেরেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জীবন হোসেনের মৃত্যু হয়। আহত আকতার হোসেনকে যশোর হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাদপুর থানার ওসি মইন উদ্দিন জানান, বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |