ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বনের জমি দখল করে মার্কেট নির্মাণ

রবিউল আলম বাদল ঘাটাইল থেকে :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদিঘী বনবিটের কুতুবপুর মৌজায় বনের জমি দখল করে মার্কেট নির্মাণ করছে বিএনপি নেতা সোহাগ মিয়া। তার বাড়ী কুতুবপুর গ্রামে। সে মৃত মোস্তফা মেম্বারের ছেলে । এসব জবর দখলের ফলে একদিকে হারিয়ে যাচ্ছে বন, অপরদিকে প্রকৃতি হারাচ্ছে তার পরিবেশ। সেই সাথে বিপর্যস্ত হচ্ছে গোটা জাতি।

 

বিট অফিস সূত্রে জানা যায়, সাগরদিঘী বিট অফিসের কুতুবপুর মৌজার বন বিভাগের ২০০১.৭৬ একর বনভূমি রয়েছে। ঐ জমিতে বিধি অনুযায়ী গাছের বাগান থাকার কথা। কিন্তু সরজমিনে চিতার চালা থেকে দক্ষিণে বড়চওনা এবং পূর্বে নয়াপাড়া থেকে পশ্চিমে কাকড়াজান পর্যন্ত মাঝখানে কুতুবপুর, বড়চওনা ও চকচকিয়া শ্রীপুর এলাকা ঘুরে দেখা যায় বনের বাগান নাই বললেই চলে। মাঝে মধ্যে আংশিক আকারে ২/১ টি প্লট থাকালেও ভূমি দস্যুরা বনের গাছ কর্তন করে ঐসব জমিতে কলার বাগান, লেবুর বাগান, বসতবাড়ী, মুরগীর ফার্ম স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর ধারনা কুতুবপুর, শ্রীপুর মৌজায় বন বিভাগের প্রায় ৭০-৮০ ভাগ জমির ধীরে ধীরে বেদখল হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় কুতুবপুর গ্রামের মৃত মোস্তফা মেম্বারের ছেলে সোহাগ মিয়া বন বিভাগের ৪৬ দাগের এক একর জমি জবরদখল করে প্রথমে বসতবাড়ি পরে অবৈধ করাত কল ও বর্তমানে ৯ রুমের মার্কেট নির্মাণ করছে।

বন বিভাগের জমিতে কিভাবে মার্কেট নির্মাণ করছে জানতে চাইলে জবরদখলকারী সোহাগ মিয়া বলেন, বিট অফিসকে অবগত করেই ঘর উত্তোলন করা হচ্ছে। তবে খোচাখুচি করে কিছুই করতে পারবেন না বলে তিনি জানান।

বনের জমিতে মার্কেট নির্মাণের বিষয়ে সাগরদিঘী বিট অফিসার ছিদ্দিক হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘরের কাজ বন্ধ করতে বলে দিয়েছি।

মার্কেট নির্মাণ কাজ চলমান থাকলেও ধলাপাড়া রেঞ্চ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান মার্কেট নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |