ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে টিলার উপর দুটি নীলগাই’র বিচরণে কৌতুহল!

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে বিলুপ্ত প্রায় দুইটি নীলগাই (বন গরু)-এর বিচরণে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। গরু দুটিকে দেখার জন্য উৎসুক জনতা ভির করছে। গতকাল সোমবার বিকালে মধুপুরর উপজেলার লাউফুলা গ্রামের লোকজন গরু দুটিকে বন থেকে আটক করেছে বলে সব শেষ খবরে জানাগেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার সকালে দেউলাবাড়ি ইউনিয়নের চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার উপর কয়েকজন ছোট ছোট ছেলে-মেয়ে খেলতে গিয়ে নীলগাই প্রথমে দেখতে পায়। ওই শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। অভিভাবকরা প্রথমে বিশ্বাস করতে না পারলেও নিজেরা দেখার পর বিষয়টি জানাজানি হয়।

দেউলাবাড়ী ইউনিয়নের বাঘেরহাট নচিয়া মামুদপুর গ্রামের প্রত্যক্ষদর্শী খাইরুল ইসলাম, হাফিজুর, বোরহান এবং শাজাহান খানসহ অনেকেই জানান, গত দুইদিন ধরে গরু দুটি চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলায় বিচরণ করছে। উৎসুক মানুষের উপস্থিতি টের পেয়ে গরু দুটি দিকবিদিক ছুটাছুটি করছে। আশপাশের গ্রামের লোকজন দেখতে এসে গরু দুটির পেছনে ছুটছে। বাধ্য হয়ে গরু দুটিও ছুটাছুটি করছে। কখনও কখনও মানুষের ধাওয়া খেয়ে গরু দুটি পাকা ও কাঁচাপাকা ধান ক্ষেতে দৌঁড়াচ্ছে। ফলে ক্ষেতের ধান বিনষ্ট হচ্ছে। কৌতুহলী মানুষের ধাওয়ায় গরু দুটি ইতোমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে। তবে মানুষের ধাওয়ায় গরু দুটি মধুপুর উপজেলার দিকে চলে যায়। সবশেষ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানা যায়, মধুপুর বনাঞ্চলের লাউফুলা এলাকা থেকে সোমবার বিকালে স্থানীয় লোকজন গরু দুটিকে আটক করেছে।

ঘাটাইলের দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান জানান, তিনি জানতে পেরেছেন দুইদিন ধরে দুটি বনগরু স্থানীয় টিলায় বিচরণ করছে। প্রতারক কিছু মানুষ গরু দুটিকে আসন্ন ঈদকে সামনে রেখে জবাই করে গোস্ত (মাংস) বিক্রি করার উদ্দেশ্যে চোরাই পথে ঘাটাইলের পাহাড়ি অঞ্চলে এনে বেঁধে রেখেছিল বলে তিনি জানতে পেরেছেন। সেখান থেকে বাঁধন ছিঁড়ে গরু দুটি লোকালয়ে চলে এসেছে। বিলুপ্ত প্রায় বনগাই দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানের ছেড়ে দেওয়ার জন্য তিনি প্রাণিসম্পদ ও বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন।

You must be Logged in to post comment.

বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |