ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বালুর নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া বালুঘাটে রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে বালুর স্তুপের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম(২৫) নামে এক ভেকু(মাটি কাটার যন্ত্র) সহযোগী(হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাশেদুল ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো শ্রমিক জুয়েল(২৪) সিরাজকান্দি গ্রামের অহসান প্রামানিকের ছেলে।

নিকরাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সারপলশিয়া গ্রামের ইউপি সদস্য নুহু জানান, শনিবার(২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের হাশেম প্রামানিকের ইজারা নেওয়া সারপলশিয়া গ্রামের ভাবীর ঘাট নামে বালু ঘাটে এ ঘটনা ঘটে। ওই ঘাটে বালুর স্তুপ অনেক উঁচু ছিল। এতে ৩-৪ জন সেই বালুর স্তুপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। এ সময় বালুর স্তুপ ভেঙে তাদের উপর পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক জানান, রোববার সকালে সারপলশিয়া বালুঘাটে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় স্তুপ করে রাখা বালু ধসে পড়লে এক শ্রমিক সেখানে চাপা পড়ে নিহত হন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুর স্তুপের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |     ‘আয় বাঙ্গালি খাই বাঙ্গালি’ মেহেরপুরের গাংনীতে ব্যতিক্রমধর্মী আনন্দ আয়োজন     |