ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে যৌন নিগ্রহের মামলায় আ’লীগ নেতা বড়মনির জামিন নামঞ্জুর

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এক কিশোরীর দায়েরকৃত যৌন নিগ্রহের মামলায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার(২১ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের পক্ষে-বিপক্ষে শুনানী শেষে বিচারক শেখ আব্দুল আহাদ তার জামিন আবেদন না মঞ্জুর করেন। আদালতের সরকারি কৌঁশুলী এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি কৌঁশুলী এস আকবর খান জানান, এ মামলায় গত সোমবার(১৫ মে) বড়মনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার(২১ মে) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে মিসকেস করে গোলাম কিবরিয়া বড় মনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ তার জামিন আবেদন না মঞ্জুর করেন।
এস আকবর খান আরও জানান, ওই মামলার অপর অভিযুক্ত গোলাম কিবরিয়া বড়মনির স্ত্রী নিগার আফতাব গত বুধবার(১৭ মে) আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মাহবুবুর রহমান আগামি ২৪ মে(বুধবার) তার জামিন শুনানীর তারিখ ধার্য করেছেন।
অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
এদিকে, গত ১৫ মে মামলার মূল অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনির জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা কারাগারের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রকাশ, গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও মারধর ও যৌন নিগ্রহে সহযোগিতা করার জন্য আসামি করা হয়।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |