ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সপ্তাব্যাপী নাট্য উৎসব শুরু

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) উদ্যোগে সপ্তাব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে করোনেশন ড্রামাটিক ক্লাবের নাট্যমঞ্চে ‘নাট্য উৎসব’র উদ্বোধন করেন, একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নিদের্শক ও অভিনেতা মামুনুর রশিদ।

একুশে পদকপ্রাপ্ত রাজনীতিক ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও সিডিসি’র সাবেক সভাপতি আতাউর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন, করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ছিলেন অধ্যাপক দেবাশীষ দেব।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী রফিকুল আলমসহ স্থানীয় সংগীত শিল্পীরা। আলোচনা সভায় বক্তারা সমাজ গঠনে সংস্কৃতি ও নাট্যজগতের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

সপ্তাব্যাপী নাট্য উৎসবে করোনেশন ড্রামাটিক ক্লাবের নাট্যমঞ্চে যেসব নাটক মঞ্চস্থ হবে- বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মঞ্চায়িত হবে হুমায়ুন আহমেদের রচনা ও রতন দত্তের নির্দেশনায় নির্মিত নাটক ‘১৯৭১’। মঞ্চায়ন করবে করোনেশন ড্রামাটিক ক্লাব। শুক্রবার (৩ ডিসেম্বর) মঞ্চায়িত হবে জহিরুল ইসলামের রচনা ও সুব্রত রকিবের নির্দেশনায় নির্মিত নাটক ‘তমস তমসা’। মঞ্চায়ন করবে সংকেত নাট্যদল। মঞ্চায়িত হবে কুশল ভৌমিকের রচনা ও সাম্য রহমানের নির্দেশনায় নির্মিত নাটক ‘ঘুমের ঘোরে’। মঞ্চায়ন করবে নগর নাট্য দল ও রক্কু স্মৃতি পরিষদ। শনিবার (৪ ডিসেম্বর) মঞ্চায়িত হবে শহিদুল জহিরের রচনা ও ইশতিয়াক হোসেনের নির্দেশনায় নির্মিত নাটক ‘একজন তোরাব শেখ’ এবং মান্নান হীরার রচনা ও নির্দেশনায় নির্মিত নাটক ‘মুর্খ লোকের মুর্খ কথা’। মঞ্চায়ন করবে আরণ্যক। রোববার (৫ ডিসেম্বর) মঞ্চায়িত হবে মুক্তনীলের রচনা ও নির্দেশনায় নির্মিত নাটক জধফপষরভভব খরহব। মঞ্চায়ন করবে বাতিঘর। সোমবার (৬ ডিসেম্বর) মঞ্চায়িত হবে মোহন রাকেশের রচনা ও অলোক বসুর নির্দেশনায় নির্মিত নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। মঞ্চায়ন করবে থিয়েটার ফ্যাক্টরি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) মঞ্চায়িত হবে সুকুমার রায়ের রচনা ও ইভান রিয়াজের নির্দেশনায় নির্মিত নাটক ‘বন্যথেরিয়াম’। মঞ্চায়ন করবে বটতলা।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |