ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল-সখীপুরে প্রচন্ড তাপদাহে অগ্নিকান্ড  প্রতিরোধে মতবিনিময় সভা

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের সখীপুরে আজ সোমবার প্রচন্ড তাপদাহে অগ্নিকান্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এ সভার সভাপতিত্ব করেন।  এসময় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল মোর্শেদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন মুকুল, ওসি(তদন্ত) সালাউদ্দিন, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ ।  এসময় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, বহেরাতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, ইউসিসিএ লি: চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ সহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |