ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা নিয়েও সস্ত্রীক করোনায় আক্রান্ত ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি: দুই দফায় করোনা প্রতিরোধক টিকা গ্রহনের পরও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন ও তার স্ত্রী মমতাজ মহল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার ইউএনও যোবায়ের হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করান তিনি। পরীক্ষায় সস্ত্রীক করোনা পজেটিভ আসে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার নমুনা র‌্যাপিড এন্টিজেন টেস্ট করে ইউএনও ও তাঁর স্ত্রী করোনা পজেটিভ ধরা পড়ে। তাঁদের দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। উপজেলায় পরিষদের সরকারি বাসভবনে উনারা আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২০ সালের আগস্ট মাসে যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কর্মরত ছিলেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |