ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা 

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে এক কৃষকের দশ কাঠা বোরো ধান কেটে বাড়িতে পৌছে দিলেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে কৃষক রফিকুল ইসলামের ধান কেটে বাড়িতে পৌছে দেন তারা৷ কেন্দ্রের নির্দেশনা ও কৃষকের পাশে দাড়াতে পেরে খুশি নেতা-কর্মীরা৷ কৃষিতে সহায়তা পেয়ে খুশি কৃষক৷
কৃষক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক দিয়ে ধান কাটার মত আমার সক্ষমতা ছিলনা। আজকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার পাশে দাড়ালো। আমি তাদের কাছে ঋণী হয়ে থাকলাম।
জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নিউমুন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের নেতৃত্বে আমরা কৃষকের ধান কেটে দিয়ে বাড়িতে পৌছে দিয়েছি৷ এমন একটা মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে বেশ ভালো লাগলো৷
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সব নেতা ও কর্মীদের খবর রাখতে বলেছিলাম কৃষকের পাশে দাড়ানো জন্য৷ সেই ধারাবাহিকতায় যখন আমরা রফিকুল চাচার খবর পায় তার সাথে মুঠোফোনে যোগাযোগ করি৷ তিনি তার ধান ক্ষেত কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আমরা আশ্বস্ত করি। আজ জেলার নেতাকর্মীরা মিলে তার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। এ কর্মসূচিটি আমাদের শুরু হয়েছে। ছাত্রলীগের নির্দেশনা ও কৃষকের স্বার্থে অব্যহত থাকবে৷
এ সময় আরো জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বী, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, নুরুজ্জামান, আবু নওসাম, সোহানুর সুবহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন৷

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |