ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা 

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে এক কৃষকের দশ কাঠা বোরো ধান কেটে বাড়িতে পৌছে দিলেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে কৃষক রফিকুল ইসলামের ধান কেটে বাড়িতে পৌছে দেন তারা৷ কেন্দ্রের নির্দেশনা ও কৃষকের পাশে দাড়াতে পেরে খুশি নেতা-কর্মীরা৷ কৃষিতে সহায়তা পেয়ে খুশি কৃষক৷
কৃষক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক দিয়ে ধান কাটার মত আমার সক্ষমতা ছিলনা। আজকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার পাশে দাড়ালো। আমি তাদের কাছে ঋণী হয়ে থাকলাম।
জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নিউমুন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের নেতৃত্বে আমরা কৃষকের ধান কেটে দিয়ে বাড়িতে পৌছে দিয়েছি৷ এমন একটা মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে বেশ ভালো লাগলো৷
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সব নেতা ও কর্মীদের খবর রাখতে বলেছিলাম কৃষকের পাশে দাড়ানো জন্য৷ সেই ধারাবাহিকতায় যখন আমরা রফিকুল চাচার খবর পায় তার সাথে মুঠোফোনে যোগাযোগ করি৷ তিনি তার ধান ক্ষেত কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আমরা আশ্বস্ত করি। আজ জেলার নেতাকর্মীরা মিলে তার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। এ কর্মসূচিটি আমাদের শুরু হয়েছে। ছাত্রলীগের নির্দেশনা ও কৃষকের স্বার্থে অব্যহত থাকবে৷
এ সময় আরো জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বী, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, নুরুজ্জামান, আবু নওসাম, সোহানুর সুবহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন৷

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |