ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে  পীরগঞ্জে সাংবাদিককে-হত্যার হুমকি –প্ল্যাকার্ড হাতে দুইসংবাদ কর্মীর প্রতিবাদ ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার  পীরগঞ্জ উপজেলায় দুই সংবাদকর্মী প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন।  ৩ অক্টোবর রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পশ্চিম চৌরাস্তার সড়ক ডিভাইডারের উপর দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে আধা ঘন্টা ব্যাপী এই অভিনব প্রতিবাদ জানান ,স্থানীয় সংবাদকর্মী আমিনুর রহমান হৃদয় ও বাদল হোসেন। একটি প্ল্যাকার্ডের লেখায় তারা তিন সাংবাদিককে হত্যার হুমকি দাতা  জেলা যুবলীগের নেতা ও পৌর কাউন্সিলের বিচার চান। প্রসঙ্গত, ১ অক্টোবর শুক্রবারএকটি ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি মোঃ তানভির হাসান তানু, রাইজিংবিডির  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল ও স্থানীয় দৈনিক লোকায়নের নিজস্ব প্রতিবেদক সোহেল রানা কে মুঠোফোনে হত্যার হুমকি দেন ঠাকুরগাঁও পৌরসভার ১নং- ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ  জামিরুল ইসলাম। এ ঘটনায় ১ অক্টোবর শুক্রবার রাতেই ঠাকুরগাঁও সদর থানার একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ তিন সাংবাদিক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমরা  । দ্রুত এই হুমকীদাতাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় আমরা ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |