ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বয়সেও একমাত্র ভরসা মসজিদের টিউবওয়েলের পানি ।

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,করিমন বেওয়া বয়স প্রায়( ৭০) এ বয়সেও তিনি প্রায় ৫শত গজ দূর হতে বালতিতে করে একটি মসজিদের টিউবওয়েল  থেকে পানি এনে সংসারের পরিচালনার যাবতীয় পানির চাদিহার  পাশাপাশি  চলে রান্নার কাজ গোসুল ও নামাজের জন্য অজু করেন মসজিদের টিউবওয়েলর পানি দিয়ে। এ যুগেও এরকম দৃশ্য চোখে পড়ে  হৃদয়ে নাড়া দিয়েছে।এমন খবর পাওয়া গেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার  ১ নং ধর্মগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ঝাড়বাড়ী গ্রামের মৃত ফজিল উদ্দিন এর স্ত্রী করিমন বেওয়া(৭১) তার বাড়িতে গিয়ে জানা যায় , করিমন বেওয়ার স্বামী ফজিল উদ্দীন প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান , দুই নাবালক মেয়ে রেখে তবে কোন ছেলে সন্তান নাই মেয়েদের কে বিয়ে দেন অনেক আগেই তখন থেকেই তিনি একা হয়ে পড়েছেন। তার পর থেকেই চলে করিমন বেওয়ার দুর্বিষহ জীবন যাপন।আরো জানা যায় , তিনি  প্রতিদিন একটি বালতিতে করে ঝাড়বাড়ি গ্রামের রাস্তা সংলগ্ন মসজিদ থেকে পানি নিয়ে যায় , সেটিও তার বাড়ি থেকে প্রায় কয়েক শত গজ দূর থেকে।সেই পানি দিয়েই চলে তার বাড়ির যাবতীয় পানির কাজ কর্ম।দূর থেকে পানি আনার বিষয়ে করিমন বেওয়া কে প্রশ্ন করা হলে তিনি বলেন ,আমি এই মসজিদ থেকেই অনেক দিন ধরে পানি নিয়ে যায়,তারপর গা গোসল,রান্না,খাওয়া থেকে শুরু করে নামাজের জন্য অজু করি এই পানি দিয়ে কারো টিউবয়েল থেকে আমি পানি আনতে যায়, না তাই আমি মসজিদের টিউবওয়েল থেকে পানি নিয়ে আসি। আমি বার বার চেয়ারম্যান মেম্বারদের কাছে চেয়েছি কিন্তু আমাকে তারা কোনো ব্যবস্থা করে দেয় নি তারা আরো বলে আমি নাকি ভালো ভাবেই চলি।তিনি আরো অভিযোগ করে বলেন ,টাকা দিলে টিউবওয়েল পাবো না হলে পাব না, আমি যদি টাকাই দিতে পারি তাহলে তো আমি নিজেই কিনে নিতে পারি। করিমন বেওয়ার বাড়িতে গিয়ে আরও দেখা যায় তিনি দুই শতক এর কাছাকাছি একটি জমিতে খুব ছোট একটা ঘর করেছেন উপরে টিন ও চার পাশে খরের বেড়া দিয়ে তাও আবার প্রায় ভাংচুর অবস্থায় আছে। কিন্তু নেই কোন বিদ্যুতের আলো, নেই কোনো স্বাস্থ্যসম্মত টয়লেট, খাবার পানির টিউবয়েল প্রায় তিনি একটি পরিত্যক্ত  বাড়িতেই বসবাস করছেন বলে ধরা যায়।পাশের বটতলী বাজারের এক ব্যবসায়ীর সাথে কথা বলে যানা যায় করিমন বেওয়া মাঝে মাঝে এই বাজারে আসে সাহায্য নিতে তাই দিয়েই চলে মোটামুটি ভাবে দিনযাপন।  তিনি আরো দুঃখ করে  বলেন ,এই বয়সে এসে আমি আর কষ্ট করতে পারছি না আমাকে যদি কেউ একটি টিউবয়েলের ব্যবস্থা করে দিত আমি খুব খুশি হইতাম। এ নিয়ে ধর্মগড় ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদের সাথে কথা বললে, তিনি জানান, আমি তাকে চিনি সে খুব অসহায় ভাবে দিন যাপন করে এবং মানুষের কাছে সাহায্য-সহযোগিতা নিয়েই চলে করিমন বেওয়া। বিষয় নিয়ে ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সাথ ফোনে যোগাযোগ করা হলে তার কোন সাড়া পাওয়া যায়নি।  এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি জানিনা আপনি জানালেন আমাকে সেই মহিলার তথ্যগুলো দিলে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |