ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি:- তীব্র দাবদাহ থেকে মু্ক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ঠাকুরগাঁওয়ে ইসতিখার নামাজ আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার কাউন্সিল হাট ঈদগাহ দাখিল মাদরাসা মাঠে শুভ শক্তি সোসাইটির আয়োজনে নামাজ আদায় করে এলাকার শতাধিক মুসল্লী৷
নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালাম আজাদ। খুতবা প্রদান করেন মাওলানা রাজেকুল ইসলাম।
 নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজ শেষে স্থানীয় মুসল্লী লতিফুর রহমান বলেন, বৃষ্টিটা হওয়া খুব জরুরি। খেত-খামারের অবস্থা খারাপ। আর মাঠে রোদের কারনে থাকা যাচ্ছে না। আল্লাহ সহায় হলেই বৃষ্টি হবে ইনশাআল্লাহ।
শুভ শক্তি সোসাইটির সদস্য সচিব মেহেদী হাসান বলেন, বৃষ্টির অভাবে চারদিকে হাহাকার। কোন কাজেই স্বস্তি মিলছেনা। এবারে তাপের প্রকোপকতা অধিক। সে কারনে আজ আমরা নামাজ আদায় করেছি। সকলে আমাদের এ নামাজে শামিল হয়েছেন।
নামাজের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ বলেন, তীব্র গরমে মাঠে কাজ করা যাচ্ছে না৷ বৃষ্টির অভাবে ফসলি মাঠ ফেটে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আমরা আজকে নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |