ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া বিলুপ্তির পথে গরুমহিষের গাড়ি

মোঃ দুলাল হক রুহিয়া থানা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার গরু মহিষের গাড়ি। সেই সাথে হারিয়ে যাচ্ছে গাড়িয়া পেশা। গাড়িয়ালরা একসময় আকাবাকা পথ ধরে গানের শুরু যাত্রীদের বিনোদন দিত। এছাড়াও অনেক বাংলা চলচ্চিত্র বিশেষ আংশ নির্মিত হয়েছে গরু বা মহিষের গাড়িতে। এখন আর গ্রামগঞ্জে চোঁখে পড়ে না এই গাড়ি। যাহা একসময় উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী এই গাড়ি বাহনের সরগরম ছিল ব্যাপক। ছিল সর্বত্র গাড়ির কদর। বিয়ে অনুষ্ঠানে গরু মহিষের গাড়ি ছাড়া অনুষ্ঠানে ছিল অসম্পর্ন, কিন্তু আধুনিকতার এই যুগে হারিয়ে যাচ্ছে এই গাড়ি । রুহিয়ায় বিভিন্ন গ্রামে হাতে গোনা দু-একটা গাড়ি দেখা যায় জরাজীর্ন অবস্থায়। তাছাড়া যেন চোঁখেই পড়ে না এই গাড়িগুলো। আজ শহরের ছেলে মেয়েরা তো দুরে থাক গ্রামের ছেলে মেয়েরাও গরু মহিষের গাড়ি যানবাহনের সাথে পরিচিত না খুব একটা। রুহিয়া ঘনিমহেষপুর এর “পজিরুল ইসলাম “জানান, যুদ্ধে (স্বাধিনতার) পর থেকে অনেকের এই গাড়িলা ছিল একমাত্র টাকা কামাবার (উপার্জনের) অবলম্বন। এলা তো এই গাড়িলা চোঁখত পরেনা। ধরমমপুর গ্রামের গবিন গারুয়ালের জানান, আগে আমার বাপ-দাদারা এই গাড়ি চালিয়ে আমাদের সংসার চালাতো। কিন্তু এখন গরুর গাড়ি চলেনা তাই অটো ভ্যান চালিয়ে জীবন-জিবীকা নির্বাহ করি। যান্ত্রিক সভ্যতার যুগে গরু-মহিষের গাড়ি বাংলা এবং বাঙ্গালীর ঐতিহ্যগুলোকে আমাদের ধরে রাখা জন্য সকলকে এগিয়ে আসতে হবে। নয়তো এই ঐতিহ্য একদিন হারিয়ে যাবে বলে মনে করেন অনেকেই……

You must be Logged in to post comment.

বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |