ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের সাবরেজিস্ট্রি অফিসে মাদকের আস্তানা!

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি সাবরেজিস্ট্রি অফিসে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের আস্তানা বসার অভিযোগ পাওয়া গেছে। মাকদসেবীদের আনাগোনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রাভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, এলাকার এক প্রভাবশালীর ভাগনের নিয়ন্ত্রণে এখানে গড়ে উঠেছে মাদকের আস্তানা।আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতায় এরা বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ তাদেরসূত্র জানায়, সন্ধ্যা নামলেই লাহিড়ী সাবরেজিস্ট্রি অফিস চত্বরটি হয়ে উঠে মাদকসেবীদের নেশাখানায়। নেশার টানে দূরদূরান্ত থেকে এখানে ছুটে আসে অসংখ্য তরুণযুবক। কারণ এখানে এসে সহজেই পেয়ে যায় ফেনসিডিল মাদকদ্রব্যসহ সব উপকরণখোঁজ নিয়ে জানা যায়, জেলা শহর থেকে সাবরেজিস্ট্রি অফিসটির দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় এখানে হাত বাড়ালেই পাওয়া যায় মাদকদ্রব্য। প্রতি রাতের অবস্থাদৃশ্যে মনে হয় এটি সাবরেজিস্ট্রি অফিস নয়, যেন ফেনসিডিলের আখড়ালাহিড়ী সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকসেবী বখাটেরা এতটাই বেপরোয়া যে তিনি তাদের হাতে গত ৩০ জানুয়ারি অফিস সময়ে হামলার শিকার হয়েছেনতিনি আরও বলেন, ওই গ্রুপের সদস্য লিপটনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে অফিসে হামলা করেছিল। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা অফিসের মূল্যবান কাগজপত্র ছিঁড়ে ফেলে। প্রতিবাদ করলে অফিসের জন কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়দলিল লেখক সমিতির নেতা বিনোদ বিহারী সিং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনিও কয়েক মাস আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেনচাড়োল ইউপির চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বলেন, ঘটনার প্রেক্ষিতে এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার বলেন, আসামিদের মধ্যে লিফটনসহ তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে লাহিড়ী সাবরেজিস্ট্রি অফিস চত্বরে ফেনসিডিল সম্পর্কে তিনি অবগত নন

 

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |