ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তের হার ৪৭ শতাংশ

রবিউল এহ্সান রিপন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৭৬ জনের নমুনা পরিক্ষায় ৩৬ জনের দেহে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। যা ৪৭ শতাংশ হারে মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে সারা দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ জারি করে সরকার। কিন্তু এরপরও ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। শহরের হাটবাজারগুলোতে মানুষকে সামাজিক দূরত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার যাঁরা মাস্ক ব্যবহার করছেন, তাঁদের মধ্যে অনেকেই নিয়ম মেনে ব্যবহার করছেন না।

এ অবস্থায় আজ সোমবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী মেজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচনা করা হয়।

এসময় মাস্ক পরিধানের পাশপাশি জরিমানার আওতায় আনা হয় অনেককে। তবে বিভিন্ন অযুহাত দেখায় সাধারণ মানুষ।

এ বিষয়ে নির্বাহী মেজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, করোনা সনাক্তের হার দিন দিন বাড়ছে। সে কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছেন। তারই অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষকে প্রাথমিকভাবে সচেতন করা হচ্ছে। তারপরেও না মানলে জরিমানা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |