ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসারকে বিবস্ত্র করেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা…!

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:তৃতীয় ধাপে ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ছোট পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে বিবস্ত্র করে লাঞ্চিতের ঘটনা ঘটলেও অপরাধিরা এখনো ধরাছোয়ার বাইরে রয়ে গেছে, এমনকি তারা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। রবিবার (৫ই ডিসেম্বর) ঐ ভোট কেন্দ্রে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। প্রিজাইডিং অফিসারের পরনের সুট (প্যান্ট)টি এখনো পড়ে আছে বিদ্যালয়ের অফিস কক্ষে। নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায় গত ২৮ নভেম্বর ছোট পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গনণা শেষে, ভোটের ফলাফলকে কেন্দ্র করে স্থানীয় করুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানের নেতৃত্বে টিউব‌ওয়েল মার্কার পরাজিত মেম্বার প্রার্থী মশিউর রহমান সহ অনেকে ঐ কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আরমান আনসারীকে বিবস্ত্র করে লাঞ্চিত করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দায়িত্বরত অফিসারকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ছিলাম না, তবে আমার লোকজন এর সাথে জড়িত ছিল। আমি সেদিন একটি ভোট কেন্দ্রে সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলাম। এ ব্যাপারে খবর নিয়ে জানা যায়, লুৎফর রহমান সেদিন কোন ভোট কেন্দ্রেই দায়িত্ব পালন করেননি। তার পরিবর্তে দায়িত্বপালন করেছেন সহিম উদ্দীন নামে আরেকজন শিক্ষক। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধানের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বিষয়টি মোটা অংকের টাকায় আপোষ মীমাংসার জন্য একটি মহল তৎপর রয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তা আরমান আনছারীকে অপরাধীদের বিরুদ্ধে মামলা না করার জন্য হুমকি প্রদর্শন করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |