ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁয়ের ইরি-বোর ধানের ভালো ফলনের সম্ভবনা রয়েছে।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা গুলোতে খাদ্য ভান্ডার হিসেবে খ্যাত । ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলা হরিপুর- রানীশংকৈল- পীরগঞ্জ- বালিয়াডাঙ্গী- ঠাকুরগাঁও সদর সহ দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সবুজ রঙে ভরা মাঠ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজ রঙ বলে দিচ্ছে গ্রামবাংলার প্রান্তিক কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলা ইরি-বোরো ধান চাষের দৃশ্য। চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভাল ফলনের বুকভরা আশা করছে চাষিরা। শেষ মূহুর্তে তেমন কোন রোগ-বালাই দেখা না দিলেও কৃষকরা বোরো ধানের ক্ষেতে নিবির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোন প্রাকৃতিক দূযোগ এখন পযর্ন্ত হানা না দেওয়ায় ঠাকুরগাঁও  জেলায়  ইরি-বোরো ধানে সবুজে ভরা মাঠে এখন দোল খাচ্ছে ধানের গাছ। ঠাকুরগাঁও কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা,নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। ইতি মধ্যে ধানের শীষ বাড়ানো শুরু হয়েছে। আগামী এক শপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হলে রোগ বালাই অনেকাংশে থাকবেনা বলে কৃষি অফিস বলছেন। বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের  কৃষক সাদেকুল ইসলাম জানান,আমি চলতি ইরি-বোরো মৌসুমে ৫ বিঘা জমিতে ধান লাগিয়েছি। সেচ সংকট না থাকা, কৃষি অফিস থেকে উপযুক্ত সময়ে সার প্রয়োগের পরামর্শ ও সঠিক সময়ে ধান লাগানোর কারণে এই পর্যন্ত ধানের অবস্থা খুবই ভাল। ইতিমধ্যে অর্ধেক জমিতে ধানের শীষ বের হয়েছে। প্রাকিৃতিক কোন দূর্যোগ না হলে বিগত বছর গুলোর তুলনায় এবছর ধানের ফলন বেশি হবে বলে আশায় বুক বেধেছেন তারা। কাটা-মাড়াই মৌসুমে ধানের দর ভাল থাকলে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তারপরও কয়েক দিন ধরে কালবৈশাখীর আনাগুণা হালকা বাতাস ও মাঝারি বৃষ্টিপাত দেখে অনেকটা আতংকে আছি। ঠাকুরগাঁও জেলা কৃষিবিদ আফতাব হোসেন  জানান, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে। শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ঠাকুরগাঁও জেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। বর্তমানে ঠাকুরগাঁও জেলার  প্রতিটি মাঠের ধানগুলো প্রায় ৪০% এর মত শীষ বের হয়েছে। মাঠ পর্যায়ে আমার লোকজন কৃষকের সাথে ধান ঠিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |