ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন 

রবিউল এহ্সান রিপর ঠাকুরগাঁও প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীসহ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার ও ঢাকার সাভারে সংবাদ প্রকাশের জের ধরে গ্রেফতার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকালে ঘন্টাব্যাপী ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের আয়োজনে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ সড়ক চাই এর ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু মহিউদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব বাবু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টোর জিয়াউর রহমান বকুল, প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহমান খান, ডেইলী স্টারের ঠাকুরগাঁও প্রতিনিধি কামরুল হাসান রুবায়েদ, এটিএন নিউজের সাংবাদিক এম এ সামাদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় মানববন্ধনে তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় বড় প্রতিবন্ধকতা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন । সাংবাদিকদের নানাভাবে এই আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে সরকারকে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার করার দাবি সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি জানান তারা।

You must be Logged in to post comment.

ঘাটাইল আলোক ফাউন্ডেশন এন্ড হাসপাতালের ডাক্তারের ভুল  চিকিৎসায় রোগীর মৃত্যু-ধামাচাপা দেয়ার চেষ্টা      |     ওপেন হাউজ উৎযাপন অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার পুলিশ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর     |     আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত     |     জীবন যেখানে যেমন ! জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও জেকের আলী ফেরী করে ঝাঁটা-বাড়–ন     |     মেহেরপুরের জয়পুর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু     |