ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা নিন : স্বাস্থ্য অধিদপ্তরকে হাইকোর্ট

ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে, হাইকোর্ট। সেইসাথে সারা দেশের সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষাও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। একই সাথে সম্ভব হলে স্যালাইন, প্যারাসিটামল ও ডেঙ্গু পরীক্ষার কীট বিনামূল্যে বেসরকারি হাসপাতালগুলোতে সরবরাহ করা যায় কিনা, সে বিষয়টি আদালত বিবেচনা করতে বলেছ। আগামী ১ আগস্ট এসব বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেছেন, এর আগের নির্দেশ অনুযায়ী আমরা আদালতকে ডেঙ্গু পরীক্ষার ফি’র ব্যাপারে অগ্রগতি জানাই। আমি আদালতকে জানিয়েছি সরকার এ পরীক্ষার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে। এছাড়া বিষয়টি তদারকি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১০টি টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালত এ দুর্যোগের সময় সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত যাতে কেউই আদায় না করতে পারে তা তদারকি করতে নির্দেশ দিয়েছে। একই সাথে আগামী বৃহস্পতিবার এ ব্যাপারে অগ্রগতি জানাতে বলেছে। আমি আদেশের বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে জানিয়ে দিয়েছি।

এর আগে গত ২৫ জুলাই ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে মর্মে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই খবর আদালতের নজরে এনে সুপ্রিম কোর্টের আইনজীবী মুশতাক আহমেদ চৌধুরী পদক্ষেপ নেয়ার আবেদন জানান।

হাইকোর্ট সেদিন ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর অতিরিক্ত ফি আদায় বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কী পদক্ষেপ নিয়েছেন তা জানতে চান। সে অনুযায়ী সোমবার আদালতকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ জানান ডিএজি বাশার।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |