ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারের মাদক সম্রাজ্ঞী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর ডোমার উপজেলায় যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪০) গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা গ্রামে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে রুপাকে গ্রেফতার করেছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধে আদালতে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।

ডোমার উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ছয় মাসের জেল দেয়া হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, সোমবার বিকেলে ছোট রাউতা কাজিপাড়া গ্রামে যৌথ অভিযান চালানো করা হয়। নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ রুপাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুপার বিরুদ্ধে ২৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।# ছবি আছে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |