ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি। চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যা জাতীয় স্কোরিংয়ে সমগ্র দেশে প্রথম অবস্থান ও বর্তমানে রংপুর বিভাগের প্রথম স্থানে রয়েছে।
শনিবার (৮ই অক্টোবর) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী গত সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত সেপ্টেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ২৮১ জন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৩৩৯ জন ও মহিলা ৩ হাজার ৯৪২ জন। ইনডোরে রোগীর সংখ্যা ১ হাজার ২৬৯ জন এবং জরুরী বিভাগে রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৬ জন।
এছাড়া সেপ্টেম্বরে গর্ভবতী ও প্রসূতি বিভাগের আওতায় ১৪২টি নরমাল ডেলিভারি ও ২৮টি সিজারিয়ান ডেলিভারি করা হয়েছে। সেইসাথে এএনসি সেবায় ৫১০ জন ও পিএনসি সেবায় ২৭৩ জন নারীকে কার্যক্রমের আওতাভুক্ত করা হয়। এদিকে, স্তন ও জরায়ু মুখের ক্যান্সার রোগ স্ক্রিনিংয়ের জন্য ভায়া টেস্ট হয়েছে ১৩৭টি।
অন্যদিকে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতমাসে মেজর অপারেশন করা হয়েছে মোট ১৮টি। এরমধ্যে হাইড্রোসিল ৩টি, হার্নিয়া ৮টি, অ্যাপেন্ডিসেকটোমি ২টি ও ভ্যাজাইনাল হিস্টেরেক্টোমি ৫টি।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |