ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা শুভ উদ্বোধন 

মোঃ সুমন ইসলাম প্রামানিক ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর ডোমার ৫০ শয্যা বিশিষ্ট   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার বিকেলে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা শুভ উদ্বোধন করা হয়েছে।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নীলফামারীর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, বিশেষ অতিথি ডোমার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এ এইচ এম রেজওয়ানুল কবির,, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবু সফি মাহমুদ, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট, স্ত্রী রোগ ও প্রসুতি ( বিশেষজ্ঞ)  ডাঃ ফারজানা আফরিন প্রমুখ।
এ সময় বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা নিতে আসা বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী গ্রামের বটতলি বাজার এলাকার   প্রথম রোগী সুজন রায়(২০) বলেন, আমার গাল ও গলা ফুলে গেছে। ভীষণ ব্যথা। ২ শ’ টাকার টিকিট কেটেছি। এই সময় হাসপাতালে ডাক্তার পেয়ে চিকিৎসা সেবা নিতে পারায় আমি খুবই খুশি। এটা যেন চালু থাকে। তাহলে সবাই উপকৃত হবে।
প্রধান অতিথি নীলফামারীর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান, কোন সেবার কত ফি, সেটার মুল্য তালিকা সরকার থেকে নিধারিত। সেটা তালিকা টাংগানো আছে। ২০টি উপজেলার মধ্যে ডোমারকে নিধারন করায় সরকারকে ধন্যবাদ। ডোমারে এ সেবা চালু হাওয়ার বিষয় সবাইকে প্রচারের অনুরোধ করেন। ছবি আছে।
উল্লেখ্য, সারাদেশে  আজ বৃহস্পতিবার ৩০ শে মার্চ ১২ জেলার ২০ উপজেলায় বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ জাহিদ মালেক।

You must be Logged in to post comment.

আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত     |     জীবন যেখানে যেমন ! জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও জেকের আলী ফেরী করে ঝাঁটা-বাড়–ন     |     মেহেরপুরের জয়পুর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু     |     পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল     |     নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!     |