ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে ‘শিক্ষক দিবস পালিত। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি। “শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় প্রথমবারের মতো জাতীয়ভাবে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে ‘শিক্ষক দিবস–২০২২’। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘শিক্ষক দিবস’ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।
ডোমার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সঞ্চালনায় শিক্ষক দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, জেলা পরিষদের সদস্য মেহেরুন আকতার পলিন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী প্রমূখ।
আলোচনা সভা শেষে ডোমার উপজেলার বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেনী শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ পর্যায়ের সকল অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |