ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কমেছে যানবাহনের চাপ

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ কমেছে। গত কয়েকদিন নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার যানবাহন চলাচল করলেও তেমন একটা দেখা যাচ্ছে না।

রবিবার (৯ মে) সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়তে পারে। যেসব যানবাহন চলাচলের অনুমতি আছে সেগুলো যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য মহাসড়কে পুলিশ মোতায়েন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের কোনো সুযোগ নেই। তবে কৃষি শ্রমিকবহনকারী কয়েকটি বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চলাচল করেছে।’ আমি রাত ২টা থেকে ডিউটিতে আছি। এখন পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনি, করলে সেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ‘গতকালের তুলনায় আজ মহাসড়কে যান চলাচল অনেক কম। তিনি আরও বলেন, ‘মহাসড়কে অভ্যন্তরীণ কিছু বাস চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। দূরপাল্লার বাস এলে আমরা প্রথমে চেষ্টা করবো সেটা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাতে। অন্যথায় সেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাকের ছাদেসহ নানা ভাবে মানুষকে ঘরে ফিরতে দেখা যাচ্ছে। ট্রাকের ছাদে বসে বগুড়া অভিমুখে যাওয়া নির্মাণ শ্রমিক আসলাম আলী বলেন, ‘ভোররাতে কারওয়ান বাজার থেকে ২০০ টাকা ভাড়া দিয়ে ট্রাকে উঠেছি। ঈদে মানুষ বাড়ি যাবেই। শহরে কাজ নেই, খাবার নেই, এখানে কীভাবে মানুষ থাকবে। এরচেয়ে ভালো মানুষকে বাড়ি যেতে দিন। তাদের ঘরে যেতে বাধা না দিয়ে সহযোগিতা করুন। দূরপাল্লার বাস চলতে দিন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |