ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: অতিরিক্ত ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে কয়েক দফায় টোলপ্লাজার বুথ বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের যানবাহন দীর্ঘ লাইন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৪ টা থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন যানজট সৃষ্টি হয়।

উত্তরবঙ্গগামী ট্রাক চালক রহিজ উদ্দিন ও রায়হান মন্ডল জানান, মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়েছে। ফলে গাড়ির লাইটের আলো বেশি দূর পৌঁছায় না। গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন থাকায় স্বাভাবিক গতির চেয়ে কম গতিতে চালিয়ে আসতে পাররেও এলেঙ্গা এসে কয়েক ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছি। এদিকে, টোলের বুথ বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সাড়ি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাতে দুই বার সেতু টোলপ্লাজার বুথ বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। পরে কুয়াশা কমলে ফের চালু টোল আদায় শুরু করলেও পরবর্তীতে পুনরায় ভোর রাত ৪ টা থেকে টোল বুথ বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। সকাল ৮ টায় পুনরায় টোল আদায় শুরু হলে ধীরগতিতে চলাচল করে যানবাহন। তিনি আরও জানান, টোলপ্লাজার বুথ খুলে দেয়ার পরপরই যানবাহন ধীরগতিতে চলাচল করে। বর্তমানে ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল স্বাভাবিক হয়ে আসবে। এছাড়াও যানজট নিরসনে মহাসড়কে পুলিশ সদস্যরা কাজ করছে।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |