ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় সন্তানের বাবা হলেন মেসি

তৃতীয় সন্তানের বাবা হলেন লিওনেল মেসি৷সুসংবাদটি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন বার্সার এই ফরোয়ার্ড।

স্ত্রী আন্তোনেলা শনিবার তৃতীয় সন্তানের জন্ম দেন৷ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন বার্সা তারকা৷পুত্র সন্তানের নাম দিয়েছেন সিরো৷মেসির আগের দুই সন্তান থিয়াগো এবং মাতেও।

একটি প্রতীকি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, সুস্বাগতম সিরো, ঈশ্বরকে ধন্যবাদ সব ঠিকঠাকমতো হয়েছে। মা ও ছেলে ভালো আছে। আমরা খুবই আনন্দিত।, সব কিছু ঠিকঠাক হয়েছে৷সিরো ও মা দু’জনেই ভালো রয়েছে৷আমরা দারুণ খুশি’ সিরো’র দুই ভাই রয়েছে৷ যাদের নাম থিয়াগো এবং মাতেও৷

তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে শনিবার মালাগার বিরুদ্ধে লা লিগ ম্যাচ থেকে নিজে সরে দাঁড়ান মেসি৷তাঁর সরে দাঁড়ানোর খবর টুইটারে জানিয়েছিল বার্সেলোনা৷ক্লাবের পক্ষে জানানো হয়েছে ব্যক্তিগত কারণে মেসি মালাগা ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে৷তার পরিবর্তে দলে এসেছে ইয়েরি মিনা৷

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |