ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় গরুর হাট বসাতে গিয়ে জরিমানা গুনতে হলো ইজারাদারকে

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে কোরবানীর পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি নিতে গিয়ে পশুরহাট ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় দায়ে ওমর আলী নামে আরও ব্যক্তিকে ৫শ টাকা জরিমানা করা হয়। আজ শনিবার (১০ জুলাই) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের শালবাহান দাখিল মাদ্রাসা মাঠে ( পশুর হাট) এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চলমান লকডাউনে পঞ্চগড়ের সকল পশুর হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলেও তেঁতুলিয়ার শালবাহান পশুহাটের ইজাদার আব্দুর রশিদ সরকারী নির্দেশ অমান্য করে পশুর হাট বসানোর প্রস্তুতি নিলে এসময় বিভিন্ন এলাকার খামারী ও ক্রেতাদের সমাগম ঘটতে থাকে পরে খবর পেয়ে সাথে সাথে ওই পশুর হাটে ছুটে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। এর আগে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন হাট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পরে তিনি কোরবানীহাট প্রস্তুতি গ্রহণের দায়ে হাটের ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিামা করেন। এছাড়াও এক ব্যাক্তি স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৫শ টাকা জরিমানা করেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান,মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এড়াতে সরকার কতৃক ঘোষিত লকডাউন তেঁতুলিয়া উপজেলায়ও কঠোর ভাবে চলছে। উপজেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পশুর হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু শালবাহান হাট পশুর হাটের ইজারদার পশুর হাটেট প্রস্তুতি নেয়ায় সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা হাট বন্ধ করে দেই এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজারাদারকে ১০ হাজার এবং এক ব্যাক্তি স্বাস্থ্যবিধি না মানায় ৫০০শ মোট ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |