ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

থানা পরিদর্শনে এসে বৃক্ষ রোপন সহ মৎস অবমুক্ত করলেন অতিরিক্তি ডিআইজি 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী থানা ও অতিরিক্তি পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল)  অফিস পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ এর অতিরিক্তি (ডিআইজি) পুলিশ উপ-মহাপরিদর্শক (অপারেশন ) এসএম রশিদুল হক (পিপিএম সেবা)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তিনি ফুলবাড়ী সার্কেল অফিস ও থানা পরিদর্শণে আসেন।
পরিদর্শনকালে থানা চত্তরে শোভা বর্ধন সহ থানা কর্তৃপক্ষের নানা পদক্ষেপে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনে এসে থানার পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে থানা চত্তরে একটি ফলবান বৃক্ষ রোপন করেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্তি পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত দায়িত্ব) শেখ মো.জিন্নাহ আল মামুন, ফুলবাড়ী সার্কেলের পুলিশ পরিদর্শক আকরাম হোসেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামসহ ফুলবাড়ী ও পার্ববতীপুর থানার পদস্থ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী সার্কেল ( অতিরিক্তি  দায়িত্ব) অতিরিক্তি পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন এসেছেন।
এদিকে অতিরিক্তি উপ-মহাপুলিশ পরিদর্শক আগমন উপলক্ষে নানা রঙ্গের বেলুন ফেন্টুন ও রঙিন পতাকা দিয়ে থানা চত্তরে সাজ-সজ্জা দেখা গেছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |