ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দারুন জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

দারুন জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড । নিউজিল্যান্ডের বিরুদ্ধে সল্প রানে করেও দারুন জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল৷

ওয়েলিংটনে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড৷ শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা ইংল্যান্ড ৫০ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায়৷ ইংলশ অধিনায়ক ইয়ন মর্গ্যান ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন৷ দ্বিতীয় সব্বোর্চ বেন স্টোকস করেন ৩৯ রান৷ জোস বাটলার ২৯, মঈন আলি ২৩, জো রুট ২০, জনি বেয়ারস্টো ১৯, ক্রিস ওকস ১৬ ও জেসন রয় ১৫ রানের যোগদান রাখেন৷

ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৫৩ রানে ৩টি উইকেট নেন ইস সোধি৷ ৪৭ রানে ২টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট৷ একটি করে উইকেট নিয়েছেন সাউদি ও গ্র্যান্ডহোম৷

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো হলেও মিডল অডারে ধস নামিয়ে বেশিদুর যেতে দেননি ইংলিশ বোলার মইন আলী, ওবস ও রশিদ। তীরে এসে তরি ডোবে কিউয়িদের গাপটিল তাড়াতাড়ি ফিরলেও দ্বিতীয় উইকেটের জুটিতে ৬৮ রান যোগ করার পর ফিরতে হয় মুনরোকে৷ তিনি আউট হন ৪৯ রান করে৷

উইলিয়ামসন এক প্রান্ত আঁকড়ে দুরন্ত শতরান করলেও মিচেল স্যান্টনার ছাড়া আর কেউই দলনায়ককে সঙ্গ দিতে পারেননি৷ স্যান্টনার ৪১ রান করে রানআউট হন৷ উইলিয়ামসন অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১২ রানে৷ বাকিরা কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ ফলে নির্ধারিত ৫০ ওভারে কিউয়িদের আটকে যেতে হয় ৮ উইকেটে ২৩০ রানে৷ দল জিততে না পারায় ব্যর্থ হয় উইলিয়ামসনের অনবদ্য লড়াই৷

শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল৷ নিউজিল্যান্ড ১০ রানের বেশি তুলতে পারেনি৷ ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড৷ মঈন আলি ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন৷ দু’টি করে উইকেট পেয়েছন ওকস ও রশিদ৷

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |