ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শিক্ষা বঞ্চিত শ্রমশিশু জাহিদ এর কর্মব্যাস্ততা:

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সারা বাংলাদেশে শিক্ষা নগরী হিসাবে পরিচিত। বিশেষ করে উত্তরবঙ্গে যে কোন জেলা উপজেলায় আমাদের মুখ উজ্জল করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। উত্তরবঙ্গের শিক্ষা বান্ধব নগরীর অপর নাম দিনাজপুরের চিরিরবন্দরে ভাবতে ভালই লাগে। কিন্তু যখন দেখলাম একটি শিশু যে বয়সে তার হাতে শিক্ষা সামগ্রী থাকার কথা অথচ তার স্থলে ইট ভাঙ্গা মেশিনে ঝুকি নিয়ে করছে ইট ভাঙ্গার কাজ।অভাব অনটনের সংসারে কিছু অর্থ যোগান দিতে বইয়ের বদলে হাতে তুলে নিতে হচ্ছে ইট।

যে বয়সে যাওয়ার কথা বিদ্যালয়ে সেই বয়সে ইট ভাঙ্গা মেশিনে শ্রম দিতেই ব্যাস্ত চিরিরবন্দর দক্ষিন সুকদেবপুরের হামিদুল ইসলামের পুত্র ৮ বছর বয়সী জাহিদ ইসলাম।
ভাঙ্গা ইটের কড়ই উঠানো অনেক কষ্টকর কাজ। আর্থিক অনটনে সেই কষ্টকে হার মানিয়েছে জাহিদ। কর্মস্থলের পাশ দিয়ে হেটে যাওয়া তার বয়সী ছাত্ররা, কি সেই কষ্টটা উপলব্ধী করতে পারছে। চিরিরবন্দরের সর্বস্তরে এরকম অসংখ্য জাহিদ অভাবের সংসারে একটু অর্থ যোগান দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদেরও স্বপ্ন ছিলো লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে মাথা উচু করে দাড়াতে। দিনাজপুরের চিরিরবন্দরে এতগুলো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এসব সুবিধা বঞ্চিত শিশুদের দিকে একটু সুনজর দিলে তাদের ঝড়ে পড়া স্বপ্নগুলো পুনঃজীবিত হতে পারে।আমার কথায় কেউ মনে আঘাত পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |