ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তা তৈরীর জন্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করে আসছেন উল্লেখ করে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ বলেছেন, উদ্যোক্তা হতে হলে প্রথমেই আপনাকে চ্যালেঞ্জ নিতে শিখতে হবে। নিতে হবে প্রশিক্ষণ, সেইসাথে হতে হবে উদ্যোগী আর রাখতে হবে নিজের মনোবলকে পজিটিভ। এটা সবারই জানা, উদ্যোক্তা হওয়ার পথে বাধা আর চ্যালেঞ্জ আসবেই, বিশেষ করে যাঁরা একদমই প্রথমবারের মত কোনও উদ্যোগ নিচ্ছেন তাঁদের সামনে এমন কিছু বিষয় আসবে-যা তাঁরা কখনো ভাবতেও পারেননি। কাজেই, আপনি যদি উদ্যোক্তা হতে চান, তবে প্রথমেই নিজেকে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত করে নিন। চ্যালেঞ্জ জয় করা ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়।
২২ সেপ্টেম্বর বুধবার সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় শহরের মালদহপট্টিস্থ অঞ্জলী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ৭ দিন ব্যাপী ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্স-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ এ কথা বলেন।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অঞ্জলী যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রশিক্ষণের ট্রেইনার অঞ্জলী বুটিকস্ এন্ড টেইলার্স-এর স্বত্বাধিকারী সফল নারী উদ্যোক্তা সম্পা দাস মৌ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ-এর মডারেটর হুমায়ুন কবীর প্রধান, প্রশিক্ষণার্থী রেনেসা আলম, তনিমা রানী দেব তমা, মাহেদ্দীন রহমান উর্মী, লাবনী কুন্ডু, উম্মে মরিয়ম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মো. আশরাফুল আলম।
৭ দিন ব্যাপী ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্স-এ ৩০ জন নারীকে ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন অঞ্জলী বুটিকস্ এন্ড টেইলার্স এর স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা সম্পা দাস মৌ।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |