ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধী জেরে সাবেক সেনা সদস্য বাবা ও ছেলে সেনা সদস্য ৬ জনকে পিটিয়ে আহত করেছে

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সাবেক সেনা সদস্য বাবা ও তার ছেল সেনা সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে। গত শুক্রবার (৬ মে) দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের আদরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মইনুল ও তার প্রতিবেশী আসলাম হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার আসলামের বাড়ির পাশের ময়নুলের জমিতে আসলাম হোসেন আইল বাধতে শুরু করেন। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দুই পক্ষের আলোচনার কথা থাকায় আসলামকে আইল বাধতে বাধা দেন মইনুল ইসলাম। এসময় বাধা উপেক্ষা করে মইনুল ইসলামকে মারধর শুরু করেন সাবেক সেনা সদস্য আসলাম ও তার ছেলে সেনা সদস্য মাহবুব হোসেনসহ অন্যান্য আত্মীয়রা। পরে মইনুল ইসলামকে রক্ষার জন্য তার স্ত্রী, বড় মেয়ে মৌসুমী আক্তার, দুই ভাতিজা এগিয়ে এলে তাদেরকেও দেশীয় অস্ত্রদিয়ে আঘাত করা হয়। এসময় স্থানীয়রা সাহায্যার্থে এগিয়ে এলে আসলাম হোসেন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মইনুল ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। দেবীগঞ্জ স্বাস্থ্য ককমপ্লেক্সে চিকিৎসাধীন মইনুল ইসলাম জানান, আসলাম ও তার ছেলে সেনা সদস্য মাহাবুব আমাদের জমিতে আইল বাধতে গেলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমিসহ পরিবারের ৬ জন আহত হয়ে মাঠিতে লুঠিয়ে পড়ি। আমাদের চিৎকারে স্থানীয়ারা এগিয়ে আসলে তারা পালিয়ে। পরে স্থানীয়রা আমাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। এ ব্যাপারে ৭ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এদিকে সেনা সদস্য মাহবুব হোসেনের হাতে লাঠি নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করতে যাওয়ার একটি ভিডিও ক্লিপে পাওয়া গেছে। এ বিষয়ে মাহবুব হোসেনের সাথে কথা বলার জন্য একাধীক বার যোগাযোগের চেষ্টা করা করেও তাকে পাওয়া যায় নাই। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনায়েতুর রহমান বলেন, গত শুক্রবার সকালে ৬ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তাদের চিকিৎসা চলছে। দেবীগঞ্জ থানা পুলিশের এএসআই রিয়াজ বলেন, আমি খবর পেয়ে তদন্ত করে জানতে পারি সাবেক সেনা সদস্য আসলামের লোকজন তাদের মারপিট করেছে। এদিকে দেবীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রাশেদুল ইসলাম বলেন, আমরা জমি সংক্রাত মারপিটের ঘটনায় উভয় পক্ষেরই দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |