ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপে তেতুঁলিয়ার ৭ ইউপিতে ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ ধাপে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ৭টি ইউপির ভোট গ্রহন করা হবে। প্রত্যেক ইউপিতে ব্যালটের মাধ্যেমে ভোট গ্রহন হবে বলে নির্বাচন কমিশন সূ্ত্রে জানা গেছে। জেলার ইউপি গুলো হলো, বাংলাবান্ধা, তীরনইহাট, তেতুঁলিয়া সদর, শালবাহান, বুড়াবুড়ি, ভজনপুর এবং দেবনগড়। উপজেলার বাংলাবান্ধা, তেতুঁলিয়া সদর, শালবাহান এবং দেবনগড় ইউপি”র ২৬ শে জুলাই, তিরনইহাট, ভজনপুরের ২৫শে জুলাই এবং দেবনগড় ইউপি”র মেয়াদ শেষ হয় গত ২৪শে জুলাই। করোনা পরিস্থিতির কারণে ইউপি গুলোর মেয়াদ শেষ হলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হওয়ায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব কটি ইউপিতে ভোট গ্রহনের চিন্তা রয়েছে কমিশনের নির্বাচন বলে জানান যায়।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। তবে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ৭ ইউপিতে ব্যালটের মাধ্যেমে ভোট গ্রহন করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের পরবর্তী সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |