ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

 ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ

দুলাল হক,রুহিয়া  ঠাকুরগাঁও প্রতিনিধি:শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এমন অবস্থায় প্রান্তিক কৃষকদের পাশে দাড়িয়েছেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (১৩ মে) সকালে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশ্বেরী পাড়া এলাকার কৃষক বিরেশ চন্দ্র বর্মনেরে ৫০ শতক জমির বোরো ধান কেটে মাথায় করে বাসায় পৌঁছে দেয়। এ কর্মসূচিতে রুহিয়া থানা এলাকার ৫ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাথায় গামছা, হাতে কাস্তে। কৃষকের ক্ষেতের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। বোরো মৌসুমে শ্রমিক সংকটের কারণে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশ্বেরী পাড়া  কৃষক  বিরেশ চন্দ্র বর্মনেরে ক্ষেতের ধান সময় মতো কাটতে না পারায় ক্ষেতেই নষ্ট হচ্ছিল। খবর পেয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এতে কৃষক বিরেশ চন্দ্র সন্তুষ্টি প্রকাশ করে বলেন, স্বেচ্ছাসেবক লীগ আমার ৫০ শতক জমির ধান কেটে বাসায় পৌঁছে দেওয়ায় আমি আর্থিকভাবে উপকৃত হয়েছি। কারণ একবিঘা জমির ধান কাটতে মজুরি দিতে হয় সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। স্বেচ্ছাসেবক লীগ আমার জমির ধান কেটে দেওয়ায় আমার প্রায় ৫ হাজার টাকা বেঁচে গেল।
অপরদিকে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল জানান,
কৃষকের বোরোধান কেটে দেয়ার জন্য স্বেচ্ছাসেবকলীগ কে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমরা কৃষকদের বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। কৃষকের কোন ফসল ক্ষেতে নষ্ট হতে দিবনা।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |