ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে মানবতার কল্যাণে মানবিক দেওয়ালের যাত্রা শুরু

আতিকুল ইসলাম চৌধুরী,নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি। সমাজের বৃত্তশালী অনেকের বাড়ীতে অপ্রয়োজনীয় বস্ত্র যা ব্যবহার না করায় বস্তা বন্দি কিংবা বাক্স বন্দি থাকে। অপর দিকে দরিদ্র শ্রেণির অনেক মানুষের বস্ত্রের অভাবে কষ্টভোগ করেন। সে সব দরিদ্র অসহায় মানুষদের বস্ত্র দিয়ে সহায়তা করার লক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে রামপুর বাজারে স্থাপন করা হয়েছে মানবিক দেওয়াল।

স্থানীয় নবদিগন্ত ব্যবসায়ী সমিতি এ মানবিক দেওয়াল স্থাপন করেছে। এখানে বৃত্তিশালীরা তাদের অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন এবং দরিদ্র শ্রেণির মানুষ যাদের বস্ত্র প্রয়োজন তারা এখান থেকে বিনামুল্যে পছন্দ অনুযায়ী নিয়ে যাবেন।

গতকাল শনিবার সকালে ঐ ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ফিতা কেটে এ মানবিক দেওয়ালের উদ্বোধন করেন। এ সময় নবাবগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুর আলম, নবদিগন্ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী সহ স্থানীয় সুধিজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মানবতার কল্যানে সমাজের বৃত্তশালীদের বাড়ীতে থাকা অপ্রয়োজনীয় বস্ত্র মানবিক দেওয়ালে প্রদানের জন্য আহ্বান জানান আয়োজকরা।

You must be Logged in to post comment.

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় তিনজনকে গ্রেফতার     |     ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২     |     মেহেরপুরে র‌্যাব-১২ এর অভিযানে সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আটক     |     গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যতসব দুর্নীতির অভিযোগ। দেখার কেউ নেই     |     ঘাটাইল আলোক ফাউন্ডেশন এন্ড হাসপাতালের ডাক্তারের ভুল  চিকিৎসায় রোগীর মৃত্যু-ধামাচাপা দেয়ার চেষ্টা      |     ওপেন হাউজ উৎযাপন অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার পুলিশ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর     |     আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |