ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস,গুড় ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুরে উপজেলায় অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করা হয়।
নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, রোববার রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এক অভিযান পরিচালনা করেন। এসময় গুড় কারখানার মালিক মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো.দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা এবং একই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ৯ হাজার কেজি ভেজাল গুড়,  ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও দ্রব্যগুলো ধ্বংস করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |