ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তাদেরকে ৯% সরল সুদে ঋণ দেবে ব্যাংক

চট্টগ্রাম ব্যুরো: নারী উদ্যোক্তাদেরকে ৯% সরল সুদে এসইমই ঋণ দেবে ট্রাষ্ট ব্যাংক লিমিটেড। গতকাল শনিবার সকাল ১০ টায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, সেনানিবাস শাখা, চট্টগ্রাম এর উদ্যোগে “এসএমই লোন এ্যাপ্লিকেশান প্রসিডিউর ফর উইম্যান এন্ট্রাপ্রিনিয়ার্স” শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রাক্তন মাননীয় মহিলা সাংসদ সাবিহা নাহার বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাষ্ট ব্যাংক সেনানিবাস শাখার ভিপি ও ব্যবস্থাপক মো. সাব্বির ইরশাদ। প্রধান অতিথির বক্তব্যে সাবিহা নাহার বেগম বলেন ট্রাষ্ট ব্যাংক বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক। ইতিমধ্যে তারা জনগনের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। আশা করি আমাদের নারী উদ্যোক্তারা এই ব্যাংকে ব্যাংকিং এর মাধ্যমে সহযোগিতা পাবে। অনুষ্ঠানে প্রধান আলোচক ট্রাষ্ট ব্যাংকের এসএমই প্রোডাক্ট সম্পর্কে নানান দিক তুলে ধরেন এবং উপস্থিত নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও তিনি এসএমই লোনের ক্ষেত্রে ৯% সুদের হার নিশ্চিত করেন। সভাপতির বক্তব্যে মনোয়ারা হাকিম আলী বলেন, ট্রাষ্ট ব্যাংক যেহেতু সেনা কল্যাণ সংস্থার ব্যাংক তুলনামূলকভাবে আমরা এই ব্যাংকের সেবা অনেক বেশী পাবো। সেমিনার আয়োজনের জন্য ট্রাষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন এক সময়ে উদ্যোক্তাদের ব্যাংকের দ্বারে দ্বারে যেতে হতো ঋণের জন্য। এখন ব্যাংক আমাদের কাছে এসে ঋণ প্রদানের প্রস্তাব দেন। এটা শুধুমাত্র নারী উদ্যোক্তাদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গীর কারণেই সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার। সেমিনারে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালকমন্ডলী ও সদস্যবৃন্দ এবং ট্রাষ্ট ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সেনানিবাস শাখার এভিপি এ.জি. সিদ্দিকী, এফএভিপি লিটন কান্তি নাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জুয়েলুর রহমান, প্রিন্সিপাল অফিসার মো. আবু রিয়াজ কাসেদ চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাবৃন্দ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |