ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তক পঞ্চগড়ে ভারতীয় ফন্সিডিল উদ্ধার 

আবু তাহের আনসারী পঞ্চগড় প্রতিনিধি  : নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত যথাক্রম নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশ অনাকাখিত দুর্ঘটনার পাশাপাশি অবৈধ মাদক পাচার/গরু চারাচালানী প্রতিরাধকল্প অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছ। ইতিমধ্য অধিকতর স্পর্শকাতর স্থান সমূহ চিহ্নিত পূর্বক সিভিল সোর্স, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয়দের  সহযাগিতায় সার্বক্ষনিক নজরদারী বদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত অদ্য ১৩ জানুয়ারি ২০২১ তারিখ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৫৪/২-এস হত আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্মতলপাড়া (পঞ্চগড় সদর উপজলা) নামক স্থান অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদকদ্রব্য পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩৩৮ বাতল ভারতীয় ফন্সিডিল ফেলে পালিয়ে যায়, যা বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক সিজার মূল্য ১,৩৫,২০০/- টাকা।
লেঃ কর্ণল মোঃ আবদুল্লাহ আল মামুন অধিনায়ক , নীলফামারী ব্যাটালিয়ন জানান  (৫৬ বিজিবি) কর্তক এর অধীনস্থ নীলফামারী  এবং পঞ্চগড় সীমান্ত এলাকায়  নিয়মিতভাব পূর্ব থেকেই সার্বক্ষণিক নিশ্ছিদ্র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা চলমান থাকায় এ ধরণর সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তাছাড়া স্থানীয় সীমান্তবর্তী জনগণের মাদক বিরাধী অভিযান সহযাগিতা অনস্বীকার্য। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, প্রিট ও ইলকট্রনিক মিডিয়া এবং জন-সাধারনর সহযাগিতায় এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |