ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাত জাহান রাফিকে আগুনে পুরিয়ে হত্যার প্রতিবাদে রুহিয়ায় মানব বন্ধন

মকবুল হোসেন, রুহিয়া থানা প্রতিনিধি:ফেনির সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁয়ের রুহিয়ায় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। বিভিন্ন নারী সামজিক সংগঠন ও রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা ২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় রুহিয়া চৌরাস্তায় রুহিয়া নারী কল্যাণ মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানব বন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের ঠাকুরগাঁও জেলা সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের রুহিয়া থানা সভাপতি অনিতা রানী সেন, ২১নং ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি লিজা দাস, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের রুহিয়া থানা সাধারণ সম্পাদক মোছা: হালিমা খাতুন প্রমূখ। বক্তরা বলেন নারী নির্যাতন ও হত্যায় বিচার হিনতার কারনে নুসরাত জাহান রাফিকে প্রাণ দিতে হলো। নুসরাত হাজান রাফিকে আগুনে পুরিয়ে হত্যার ঘটনায় জরিত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তরা।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |