ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার। 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়  সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে “ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান, সমস্যা চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (২৩ জুন) সকালে সদর  উপজেলা শিক্ষা অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের , উপ-পরিচালক, অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে, প্রধান  অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আমিরুল ইসলাম, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান  সদর উপজেলা পঞ্চগড়। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মাসুদুল হক, নির্বাহী  অফিসার, পঞ্চগড় সদর উপজেলা , মো; মাছুম আলী, সহকারি পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় পঞ্চগড়, লায়লা আঞ্জুমান,  উপজেলা সমাজসেবা কার্যালয় পঞ্চগড় সদর , মোঃ ওয়ালিউল হক , সমাজসেবা অফিসার , শহর সমাজসেবা কার্যালয় পঞ্চগড় ,  মোঃ খায়রুল আলম সমাজসেবা অফিসার আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় ।  এছাড়াও পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন,  আলোচনা সভায় বক্তারা বলেন,
বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে পরিচালিত গরীব দুঃখী মানুষের জন্য ভাতা  ও চিকিৎসা সহায়তা কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে কর্মকর্তাদের নিবিড়ভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশনা দেন। এসময় আরও বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতায় প্রায় এক কোটিরও অধিক লোক জিটুপি পদ্ধতিতে ভাতা পাচ্ছে। এটি একটি মাইলফলক অর্জন, এই অর্জনকে ধরে রাখতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল সেবা নির্বিঘ্নে প্রদানের জন্য প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে  কর্মকর্তাদের আহ্বান জানান।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |